Wednesday, June 13, 2012

দক্ষিণ কোরিয়া হতে পারে বাংলাদেশি ফুলের নতুন বাজার

ত ২৬ এপ্রিল থেকে ১৩ মে ২০১২ পর্যন্ত দীর্ঘ ১৮ দিনব্যাপী দক্ষিণ কোরিয়াস্থ গো-ইয়াং শহরে একটি আন্তর্জাতিক ফুল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় বিশ্বের ৫৪টি দেশ অংশগ্রহণ করে। দক্ষিণ কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে  ও সার্বিক সহযোগিতায় মেলায় বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ফুল ও ফুলের চারা নিয়ে অংশগ্রহণ করে শাহ নার্সারি। অন্যান্য স্টলগুলোতে গন্ধহীন ফুল প্রদর্শিত হলেও বাংলাদেশের ফুলে ছিল সুগন্ধ; যার কারণে হাজার হাজার দর্শকের দৃষ্টি আকর্ষণের মধ্যে বাংলাদেশের শাহ নার্সারিটি ছিল শীর্ষে। বিশেষ করে রজনীগন্ধার গন্ধ তাদের বিমোহিত করে। সে দেশের ফুল ব্যবসায়ীরা এ দেশ থেকে রজনীগন্ধা ও জারবেরা ফুল আমদানির ব্যাপারে খুবই আগ্রহ প্রকাশ করেন। প্রদর্শনী চলাকালীন সময়ে শাহ নার্সারির স্বত্ত্বাধিকারী ড. শাহ সাইফুল ইসলামের সাথে কয়েকজন কোরিয়ান ফুল ব্যবসায়ীর বাণিজ্যিক বৈঠক হয় যা অত্যন্ত ফলপ্রসূ। কোরিয়াতে একযুগ বসবাসরত ফুল ব্যবসায়ী প্রবাসী বাংলাদেশি দোলন দাস জানান, কোরিয়াতে বাংলাদেশি ফুলের বাজার খুব ভাল। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রচণ্ড শীত থাকার কারণে এখানে ফুলের চাষ কষ্টসাধ্য হয়ে ওঠে। এ সময় বাংলাদেশি ফুল এখানে আসলে তার কদর বেড়ে যাবে।
বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানান, ২০০৯ সালে বাংলাদেশ কোরিয়াতে আন্তর্জাতিক ফুল প্রদর্শনীতে প্রথমবারের মত অংশগ্রহণ করে। এ বছরও করেছে। এ ধরনের প্রদর্শনী রফতানি বাণিজ্যের সম্ভবনা প্রসারিত করার সাথে সাথে দেশের সংস্কৃতিকেও বিদেশীদের সামনের তুলে ধরতে সহায়তা করছে।
গো-ইয়াং আন্তর্জাতিক ফুল মেলা কর্তৃপক্ষ মেলার সৌন্দর্য বৃদ্ধিতে বাংলাদেশি স্টলের অবদানের স্বীকৃতি স্বরূপ বিশেষ সার্টিফিকেট প্রদান করেছে।

1 comment: