কৃষি
আমাদের দেশের অথর্নীতিতে কতটুকু অবদান রাখে তা আমরা কম বেশী সবাই জানি। আর
এই কৃষি উৎপাদনকে বেগবান করতে যারা সবার্ত্মকভাবে কাজ করে যান তারা হলো
আমাদের কৃষক ও সাথে সম্পৃক্ত বিভিন্ন পেশাজীবি মানুষ। কৃষকগণ কৃষি উৎপাদনে
সরাসরি অংশগ্রহন করেন, আর অন্য সবাই বিভিন্নভাবে তাদের সাহায্যে সহযোগিতা
করে থাকেন।
আমাদের দেশের কৃষি বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে।
যে দেশে কৃষি উৎপাদন বেশী, সেদেশ ততটাই খাদ্যে সয়ংসম্পূর্ন। খাদ্য আমদানীর
উপর নিভরশীল হতে হয় না। দেশের অভ্যন্তরে পণ্যের মূল্য স্থীতিশীল থাকে। তবে
অতীতের তুলনায় আমাদের দেশের কৃষি অনেকটাই আধুনিক ও সমৃদ্ধশীল। সরকারের
পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে বিভিন্ন গণমাধ্যম যেভাবে
কৃষিকে গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করছে তা এক কথায় অভাবনীয়। কৃষকগণ এখন
ঘুরিয়ে দাঁরাতে শিখেছে ভালোমন্দ জানতে শিখেছে। কৃষকগণ অতীতের তুলনায় অনেক
বেশি শিক্ষিত ও প্রযুক্তি নির্ভর।
কৃষি তথা কৃষকের ফসল উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান পেতে কৃষককে
অনেক বেগ পোহাতে হয় নানা সময়। যদিও সরকারি, বেসরকারি বিভিন্ন মাধ্যমে তারা
সাহায্য সহযোগিতা পান। তবে তা অনেক সময় চাহিদার তুলনায় অপ্রতুল হয়ে যায়।
কৃষি ও কৃষকের যত বেশি সমস্যা নিয়ে আলোচনা সমালোচনা হব ততই বেরিয়ে আসবে
সমাধানের পথ। আর তা হবে কৃষির সাথে সম্পৃক্ত সকলের জন্য মঙ্গলজনক।
“কৃষি তথ্য বিকাশে আওয়াজ তুলি” এই স্লোগানকে কেন্দ্র করে আমাদের পদযাত্রার
সূচনা। “কৃষি ব্লগ” কৃষি ও কৃষকের সাথে সম্পৃক্ত সকল বিষয় নিয়ে মুক্ত
আলোচনা কেন্দ্র। আসুন, আমরা সবাই মিলে কৃষি ব্লগকে সমৃদ্ধ করি। আমাদের
লেখনির মাধ্যমে হয়তো বেরিয়ে আসবে আমাদের কৃষির বিভিন্ন সমস্যা ও তার সঠিক
সমাধান। |
|
No comments:
Post a Comment